সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

ইউরোপীয় ব্যবসায়ী দল প্রভাতী ইন্সুরেন্স কার্যালয় পরিদর্শন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

বাংলাদেশের অন্যতম বেসরকারি বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্সুরেন্স পিএলসি-এর প্রধান কার্যালয় রবিবার বিকাল ৪ টায় পরিদর্শন করেছেন ইউরোপীয় ব্যবসায়ী প্রতিনিধিদল। সফরকালে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

প্রতিনিধি দলে ছিলেন ইতালির ভেনিস শহরের খ্যাতনামা ট্যুরিজম উদ্যোক্তা জেনল্লা ফিওরেজ্জা, সুইজারল্যান্ডে প্রবাসী ব্যবসায়ী শাহরিয়ার চৌধুরী শাহীনের নেতৃত্বে আসা ইউরোপীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একটি দল।

 

প্রভাতী ইন্সুরেন্সের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আজাদ, প্রভাতী ইন্স্যুরেন্স ও ভাইয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান এবং ভাইয়া হাউজিংয়ের উপদেষ্টা মো. আফজাল হোসেন।

 

পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রভাতী ইন্সুরেন্সের সেবা কাঠামো, গ্রাহক সুবিধা, ডিজিটাল বীমা ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন। তারা প্রতিষ্ঠানটির আধুনিক ব্যবস্থাপনা ও জনবান্ধব কার্যপদ্ধতির প্রশংসা করেন।

 

প্রতিনিধি দলের সদস্যরা বলেন,

> “প্রভাতী ইন্সুরেন্স বাংলাদেশের বীমা খাতে যে পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রেখেছে, তা আন্তর্জাতিক মানের। এ প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও গ্রাহকসেবার আন্তরিকতা প্রশংসনীয়।”

 


এ সময় কোম্পানির পরিচালক মোহাম্মাদ সাইদুজ্জামান বলেন,

 

> “আমরা সবসময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। বিশ্বাস ও সততাই আমাদের মূল শক্তি, যা আমাদের অগ্রযাত্রার ভিত্তি।”

 

পরিদর্শন শেষে অতিথিরা কোম্পানির আধুনিক কর্মপরিবেশ, আর্থিক কার্যক্রমের সুশৃঙ্খলতা ও মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে ইউরোপীয় বাজারে বাংলাদেশের বীমা খাতের সঙ্গে বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

এই বিভাগের আরো খবর