মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯২

ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিক

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

জাতিসংঘের শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনাকারী সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক এখন দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন।

এক ভিডিও বার্তায় মুশফিক বলেছেন, বাংলাদেশের শিশু অধিকারে উন্নতি আনতে আমি মানুষকে উৎসাহিত করব। ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, আমি আশা করি দেশের সব শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার এ যাত্রায় আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন। আসুন আমরা সব শিশুর জন্য উপযুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি।

মুশফিক ছাড়াও এর আগে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

এই বিভাগের আরো খবর