বুধবার   ২২ অক্টোবর ২০২৫   কার্তিক ৭ ১৪৩২   ২৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩০

অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫  

পটুয়াখালী গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ সালাম মোল্লার মেয়ে মোসাঃ ছালমা বেগম নামের এক পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে। আহত ওই নারী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। 

 

 

জানা যায়, উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোশাররফ খলিফার সঙ্গে পার্শ্ববর্তী মোঃ সালাম মোল্লার দীর্ঘদিন ধরে  জমি সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। মোঃ সালাম মোল্লার পক্ষে কোর্টের রায় আছে বলে জানায় তিনি, তবুও মোশাররফ খলিফা তার মেয়ের জামাতা মোঃ রুহুল আমীন, চর বিশ্বাস ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হওয়ায় তার প্রভাব দেখিয়ে জমি দখল করে খাচ্ছে। পরবর্তীতে স্থানীয় শালিসরা জমিতে থাকা ঘাস আঃ ছালাম মোল্লাকে নেয়ার অনুমতি দিলে, ঘটনার দিন সকালে মোশাররফ ঘাস মারার ঔষধ দেন,  সেটা দেখে মোঃ সালাম বাঁধা দিলে তাদের উপর চড়াও হয়ে যুবদল নেতা মোঃ রুহুল আমীনের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে, মোঃ সালাম মোল্লা ও তার ছেলে মোঃ জিহাদ মাহমুদকে বেধড়ক মারধর করেন।

মারধর করতে দেখে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মোসাঃ ছালমা বেগম ঘর থেকে বের হয়ে এগিয়ে গিয়ে তাদের থামতে বলেন, প্রতিপক্ষ না থামায় তিনি নিজের ফোন দিয়ে ভিডিও করতে চাইলে রুহুল আমীন তার উপর আক্রমণ করেন এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। 

ছালমা মাটিতে লুটিয়ে পড়লেও তাকে মারধর করতে থাকেন রুহুল ও তার সঙ্গীরা এক পর্যায়ে রুহুল আমীন তার তল পেটে লাথি মারে বলে জানা গেছে।

আহত ছালমাকে স্থানীয়রা উদ্ধার করে ঘরে নিয়ে যায়, পরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় মোঃ সালাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

 

 

আহত নারীর ভাই জিহাদ জানান,আমার বোন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার বাবার সঙ্গে বিরোধকে কেন্দ্র করে তারা বাবার সাথে আমাকেও মারধর করেন, আমার বোন আমাকে মারধর করতে নিষেধ করলে আমার বোনকেও তারা মারধর করে। আমার বোনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় সে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ হামলার উপযুক্ত বিচার দাবি করেন। 

অভিযুক্ত যুবদল নেতা মোঃরুহুল আমীনের  সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সাথে সরাসরি কথা বলতে চান বলে ফোন কেটে দেন।

 

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুর রহমান বলেন, অন্তঃসত্ত্বা নারীকে মারধর করার ঘটনায় আমরা রোগীকে চিকিৎসা চালানোর পরামর্শ দিয়েছি, এজাহার পেলেই আমরা আইনগত ব্যবস্থা নিবো।

এই বিভাগের আরো খবর