সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬১

হতাশ করলেন সাকিবও

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১  

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা এগিয়ে চলছে। যেখানে ক্যারিবীয় স্পিনারদের মায়াবী ঘূর্ণিতে নাকাল টাইগাররা। ওয়ারিক্যান একাই চারটি উইকেট তুলে নিয়ে ধস নামিয়েছেন স্বাগতিক শিবিরে। সাকিব-সাদমানের ফিফটিতে দলের স্কোর তিনশ পার হলেও তাই এখন স্বস্তিতে নেই বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চ বিরতি চলছে। তার আগে ১২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২৮ রান। মেহেদী মিরাজ ৪৬ রানে এবং তাইজুল ইসলাম ৫ রানে ক্রিজে আছেন। লাঞ্চের আগেই শেষ ব্যাটসম্যান হিসেবে বিশালকায় স্পিনার রাকীম কর্নওয়ালের প্রথম শিকার হয়ে ক্রিজছাড়া হন সাকিব।

তার আগে সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ (৬৭) রানের জুটি গড়েন বিশ্বসেরা অলরাউণ্ডার। যেখানে মিরাজের অবদান ৩৮ রান আর তার নিজের ২৭। তবে ইনিংসের সেরা এই জুটি গড়ার পথে নিজের ২৫তম ফিফটির দেখা পেয়েছেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা সাবেক এই অধিনায়ক। সাজঘরে ফেরেন ১৫০ বল মোকাবেলায় ৬৭ রান করে, পাঁচটি চারের সাহায্যে।

এর আগে দিনের শুরুতেই জোমেল ওয়ারিক্যানের চতুর্থ শিকার হয়ে ক্রিজ ছাড়া হন লিটন কুমার দাস। টার্ন ও বাউন্সের সমন্বয়ে অফস্ট্যাম্পে থাকা বলটি কাটশট খেলতে গিয়ে ব্যর্থ হন লিটন। ডেলিভারিটি সরাসরি অফস্ট্যাম্পের বেল উড়িয়ে নিয়ে যায় লিটনের।

যার ফলে আগের দিন ৩৪ রানে অপরাজিত উইকেটকীপার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন এদিন মাত্র ৪ রান যোগ করেই। তার ৬৭ বলের ইনিংসে ছিল ছয়টি চারের মার। তার আগে সাকিবের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েন ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। এর আগে মুশফিকুর রহিম (৩৮), মোমিনুল হক (২৬) ও ওপেনার সাদমান ইসলাম (৫৯) আউট হয়ে ফেরেন ওই ওয়ারিক্যানের শিকার হয়েই।

সাত ম্যাচের ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পাওয়া সাদমান ইসলাম অনিক সাজঘরে ফেরেন এলবিডাব্লিউ এর ফাঁদে পড়ে। তার আগে শর্ট মিডউইকেটে জন ক্যাম্পবেলের হাতে সহজ ক্যাচ দিয়ে মোমিনুল হক ফেরেন ২৬ রান করে।

এই বিভাগের আরো খবর