সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৪

সুযোগ পেয়েও ভারতকে ‘ফলোঅন’ করাল না ইংল্যান্ড

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১  

অধিনায়ক জো রুটের রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরিতে চেন্নাই টেস্টে ইংল্যান্ড রানের পাহাড় গড়েছিল দ্বিতীয়দিনেই। শেষ দুই উইকেটে আরও ২৩ রান যোগ করে রোববার তৃতীয়দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৫৭৮ রানে। 

সেই পাহাড় ডিঙাতে নেমে ডম বেসের স্পিনে নাকাল হয়ে ৩৩৭ রানে গুটিয়ে গেছে ভারত। প্রথম ইনিংসে ২৪১ রানের লিড পায় ইংল্যান্ড।  

অর্থাৎ নিশ্চিত ফলোঅনে পড়ল ভারত। কিন্তু বিরাট কোহলিদের সেই লজ্জা থেকে বাঁচালেন জো রুট। ভারতকে ফলোঅন করাল না ইংল্যান্ড। 

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে গেছে স্বাগতিকরা। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের ঝুঁকি নিতে চায়নি জো রুটের দল। এমন সৌজন্যবোধেও মন গলেনি ভারতের।

বল হাতে নিয়েই ওপেনার ররি বার্নসকে সাজঘরে ফেরিয়েছে স্বাগতিকরা। জোড়া আঘাত হেনেছেন রবিচন্দ্র অশ্বিন।

অশ্বিনের ঘূর্ণিবলে অজিঙ্কা রাহানের হাতে কাচ তুলে দিয়ে শূন্যরানে ফেরেন ররি। এরপর ব্যক্তিগত ১৬ রানে পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হন ডম সিবলি।

লরেন্সও বেশিক্ষণ টেকেননি। সিবলির চেয়ে দুই রান বেশি করে ইষান্ত শর্মার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৩ রান। ২৬ রান করে অপরাজিত আছেন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক জো রুট। রানের খাতা খোলেননি অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের লিড বেড়ে এখন ৩০৫ রান।

এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের পাহাড়ের জবাবে ৩৩৭ রানে থামে ভারত। চেতেশ্বর পূজারা (৭৩), ঋষভ পন্ত (৯১) ও পরে টেলএন্ডার ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৮৫ রানের ইনিংস ছাড়া ভারতের আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক কোহলি করেছেন মাত্র ১১ রান।  রোহিত শর্মা ইনিংসের শুরুতেই ৬ রানে আউট হয়ে যান।

৬ উইকেটে ২৫৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। সুন্দর ৩৩ আর রবিচন্দ্রন অশ্বিন ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। 

৮০ রানের জুটি গড়েন তারা। ৩১ রান করে জ্যাক লিচের শিকার হন অশ্বিন।

এরপর বাকিরা কেউ রান করতে পারেননি। তবে সুন্দর ইনিংসের শেষ পর্যন্ত একাই লড়েছেন।   ১৩৮ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ইংল্যান্ডের পক্ষে ৭৬ রানে ৪ উইকেট শিকার করেছেন ডম বেস।  দুটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার আর জ্যাক লিচ।

এই বিভাগের আরো খবর