বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

রিপনকে খুব ভালোবাসি, আমাদের সম্পর্কে কোনো ভেজাল নেই: চম্পা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫  

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর মুখ খুললেন তার স্ত্রী চম্পা। তিনি বলেন, “রিপন মিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমরা সুখে আছি, আমাদের মধ্যে কোনো ভেজাল বা ঝামেলা নেই।”

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে রিপন মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়—যেখানে বলা হয়, তিনি স্ত্রী-সন্তানকে অস্বীকার করেছেন এবং মা-বাবার খোঁজ রাখেন না। প্রতিবেদনটি প্রচারের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

এরপর ঢাকায় হাজির হন রিপন মিয়া, সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী ও দুই সন্তান। এক সাক্ষাৎকারে চম্পা জানান, “মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আমি এসব কানে নেই না। আমরা সুখে সংসার করছি।”

 

প্রতিবেদন নিয়ে চম্পা বলেন, “দেড় বছর আগে এক ভাইয়ের ভিডিওতে আমি বিয়ে নিয়ে কথা বলেছিলাম। সাংবাদিকরা বারবার একই প্রশ্ন করায় আমি রাগ করে বলেছিলাম—‘আমি বিয়া করিনি।’ কে জানত, এটা এমনভাবে ছড়িয়ে পড়বে!”

 

রিপনের স্ত্রী অভিযোগ করেন, সাংবাদিকরা অনুমতি ছাড়াই তাদের ঘরে ঢুকে উল্টোপাল্টা প্রশ্ন করেছেন।

 

অন্যদিকে রিপনের মা ফাতেমা বেগম জানান, ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়েছে প্রতিবেশীদের প্ররোচনায়। তিনি বলেন, “অনেকে বলেছিল, আমার ছেলে টাকা কামায়, আমাদের কিছু দেয় না। আমি ভেবেছিলাম সাংবাদিকরা সাহায্য করতে এসেছে, কিন্তু তারা উল্টো বিপদে ফেলেছে।”

 

এ ঘটনায় সামাজিক মাধ্যমে কেউ কেউ চম্পার বক্তব্যকে “শিক্ষানো” বললেও, রিপন পরিবারের সদস্যরা একবাক্যে জানিয়েছেন—তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
 

 

এই বিভাগের আরো খবর