বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৬

মেয়র আরিফ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে মেয়র মহোদয় তার নিজ বাসভবনে অবস্থানকালে শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিক রাত ২টার দিকে তাকে শহরের মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরো খবর