শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: তারেক রহমান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬  

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের আরও বেশি সমর্থন আদায় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই বিএনপির মূল ভরসা।

 

নেতাকর্মীদের উদ্দেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারলেই ধানের শীষের প্রতি জনসমর্থন আরও বাড়বে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নির্বাচনি সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলির ছিলিমপুরের হোটেল নাজ গার্ডেনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

তারেক রহমান বলেন, বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি। এ কারণে বগুড়ার নির্বাচনি দায়িত্ব আমি নিশ্চিন্ত মনে সহকর্মীদের হাতেই ছেড়ে দিতে চাই। তিনি আশা প্রকাশ করে বলেন, নেতাকর্মীরাই ভোট কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভোটের দিন জনগণের অধিকার রক্ষায় আপনারাই থাকবেন সামনে।

 

তারেক রহমান আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি— বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।

 

এছাড়াও মতবিনিময় সভায় বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে বগুড়ার শাজাহানপুরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টন ও শেরপুরের ধুনট মোড়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি পথসভায় বক্তব্য দেন।

এই বিভাগের আরো খবর