মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৭

বঙ্গবন্ধু কাপের শুরুতে খেলতে পারবেন না সাইফ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

মিনিস্টার গ্রুপ রাজশাহী দলটিতে এমনিতেই সুপারস্টার ক্রিকেটারের অভাব আচে। তার ওপর ছিটকে গেলেন দলটির সেরা তারকা মোহাম্মদ সাইফউদ্দিন। টুর্নামেন্ট শুরুর আগেই এই তরুণ অল-রাউন্ডার চোটে পড়েছেন। গতকাল রবিবার দলের অনুশীলনে গা গরমের ফুটবলে অ্যাঙ্কেলে চোট পান সাইফ। পরে ক্র্যাচে ভর দিয়ে তিনি মাঠের বাইরে চলে যান।

আজ জানা গেল, মোহাম্মদ সাইফ উদ্দিনকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম সপ্তাহে পাচ্ছে না রাজশাহী। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এখন সাইফকে ছাড়াই ভালো করার ছক আঁকছেন তারা, 'সাইফ উদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আমাদের। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো প্রথম ছয়-সাত দিন আমরা পাচ্ছি না ওকে। এরপর আরেকটা রিপোর্ট পাওয়ার পর বুঝতে পারব।'

গত মাসে প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডেতে সাইফ খেলেছিলেন তামিম একাদশে। বল হাতে পারফর্ম করেছিলেন দুর্দান্ত। তাই প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই সাইফকে দলে নিয়েছিল রাজশাহী। আগামীকাল মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজশাহীর মুখোমুখি বেক্সিমকো ঢাকা। শান্ত আরও বলেন, 'সবশেষ প্রেসিডেন্ট’স কাপে সে একশ ভাগ দিয়েই খেলেছে। দুর্ভাগ্যবশত সে ইনজুরড হয়ে গেছে। যে কেউই হতে পারে। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। যে দল আছে, সেটা নিয়ে ভালো করতে আমরা আত্মবিশ্বাসী।'

এই বিভাগের আরো খবর