শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

বগুড়ার সাত আসনে জয়ের লক্ষ্য—ঘরে ঘরে প্রচারণায় নামার আহ্বান তারেক

ওয়াফিক শিপলু

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সভা-সমাবেশ করলেই চলবে না, ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়া শহরের নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি, আপনারা কাজ করবেন। বগুড়ার সাতটি আসনেই আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। শুধু ভোট চাইলেই হবে না, বিশেষ করে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ হবে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হলে প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক সংগঠনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

দলীয় প্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগের মতো দীর্ঘ সময় বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তাই প্রতিটি নেতাকর্মীকেই নিজের এলাকায় ধানের শীষের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন,

আপনারাই হবেন ধানের শীষের মুখ। আপনারাই ভোটারদের কাছে বিএনপির কথা পৌঁছে দেবেন।”

বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। বিরোধী দলে থেকেও বিএনপি দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম চালিয়ে গেছে। আগামী দিনে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, নির্বাচন মানেই শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি জনগণের আস্থা অর্জনের লড়াই। নেতাকর্মীদের আচরণ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা দিয়েই সেই আস্থা তৈরি করতে হবে।

সভায় বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাড়াও সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনি কৌশল নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বগুড়ার প্রতিটি কেন্দ্র, প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি মহল্লায় ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান গড়ে তোলা হবে।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বগুড়ার সাতটি আসনে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর