বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২১

পঞ্চগড়ে প্রশিক্ষিত ক্যাডার`রা নাশকতা করেছে

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসা'কে কেন্দ্র করে প্রশিক্ষিত ক্যাডারদের দিয়ে নাশকতা করা হয়েছে বোলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার পঞ্চগড় এস এম সিরাজুল হুদা পিপিএম। বৃহষ্পতিবার ( ০৯- মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসাকে কেন্দ্র করে একটি চক্র ফায়দা নিয়েছে। তারা প্রশিক্ষিত ক্যাডারদের দিয়ে নৃশংস ভাবে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে। সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে মিথ্যা গুজব ছড়িয়ে সবাইকে ক্ষেপিয়ে তুলেছিল। তারা যখন বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করে তখন সাথে করে গান পাউডার, পেট্রল ও ইটপাটকেল নিয়ে আসে। ট্রাফিক পুলিশের অফিসে গান পাউডার ও পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। সেখানে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা কোন রকমে প্রাণে বেঁচে গেলেও অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। র্র্যাবের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিকল্পনা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে সাড়াদেশে একটা অস্থিতিলতা সৃষ্টি করার। এখন পর্যন্ত বিভিন্ন মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত। গোয়েন্দা রিপোর্ট, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষী দের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ, র্র্যাব যৌথ ভাবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা গুজবে কান দিবেন না। যারা মিথ্যা গুজব সৃষ্টি করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের থেকে দূরে থাকতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

এই বিভাগের আরো খবর