শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

আল-জাজিরা

নির্বাচনে নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগ কি টিকে থাকবে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে গেছেন এবং দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকও নেই। এই অবস্থায় দলটি কি টিকে থাকতে পারবে, তা নিয়ে আলোচনা চলছে। আল-জাজিরার একটি প্রতিবেদনে এই প্রশ্ন তুলে ধরা হয়েছে।

 

পদ্মা নদীর মাঝি রিপন মৃধা বলেন, আওয়ামী লীগের পোস্টারগুলো আর নেই। তিনি দলটির সমর্থক, কিন্তু এবার নির্বাচনে ভোট দিতে দোটানায় আছেন। পরিবারের লোকজন ভয় পাচ্ছেন যে ভোট না দিলে তারা আওয়ামী লীগের সমর্থক হিসেবে লক্ষ্যবস্তু হতে পারেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাসিনার শাসনের অবসান হয়েছে। এখন দলের কার্যালয় পরিত্যক্ত, গৃহহীনের আশ্রয় হয়েছে।

 

আওয়ামী লীগের সাবেক নেতা আরমান বলেন, দলটি কৌশলগত নীরবতা পালন করছে, কিন্তু ফিরে আসবে। তবে রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি মনে করেন, নির্বাচনের পর দলটির টিকে থাকা কঠিন। সমর্থকেরা ধীরে ধীরে অন্য দলে মিশে যাবে। আওয়ামী লীগের জন্য আগের অবস্থানে ফিরে আসা প্রায় অসম্ভব।

 

জামায়াতে ইসলামীর উত্থান আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হতে পারে বলে মনে করেন অধ্যাপক আনু মুহাম্মদ। কিন্তু মার্কিন চিন্তক মাইকেল কুগেলম্যান বলেন, দলটি অপেক্ষা করার কৌশল নেবে। হাসিনা রাজনীতিতে সক্রিয় থাকলে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে উত্তরসূরি ঘোষণা করতে পারেন। তবে আওয়ামী লীগ এখন স্থবির।

 

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে আওয়ামী লীগের এখনো ১১ শতাংশ সমর্থন আছে। তবে নির্বাচনের পর দলটির ভবিষ্যৎ কী হবে, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

এই বিভাগের আরো খবর