রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৪

দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার

সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬  

 

‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ এই স্লোগানকে সামনে রেখে দুবাইয়ে গ্র্যান্ড এস্কিলেসর হোটেলে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  ৩০ শে, জানুয়ারি সন্ধ্যায় বিপুল সংখ্যাক প্রবাসীদের উপস্থিতে  এই সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে পুষ্টি ও বিজ্ঞানভিত্তিক গাইডলাইন নিয়ে আলোচনা করেন আমেরিকার জনপ্রিয় ন্যাচারোপ্যাথিক চিকিৎসক প্রফেসর ড. মুজিবুল হক।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে  দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, ইউএসএ-এর কনসালটেন্ট প্রফেসর ড. মুজিবুল হক সাস্থ্য বিষয়ক ভিবিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার বিভিন্ন কৌশল ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

সেমিনারে হলভর্তি দর্শক-শ্রোতাদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের প্রাকৃতিক উপায়ে দীর্ঘস্থায়ী সমাধানের দিকনির্দেশনামূলক উপযুক্ত পরামর্শ দেন ড. মুজিবুল হক। তিনি প্রাকৃতিক চিকিৎসা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

এই সেমিনারটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেমিনারে অংশগ্রহণকারী প্রবাসীরা ড. মুজিবুল হকের পরামর্শগুলো তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে সুস্থ ও সুন্দর জীবনযাপনে অনুপ্রাণিত করবে। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ নিজনেজ এসোসিয়েশন ড্রাগন মাট এর সাধারণ সম্পাদক শাহ আলম ও মোঃ জহির। বক্তব্য রাখেন ব্যাবসায়ী ফারুক সহ ভিবিন্ন কমিউনিটির নেতৃ বৃন্দ।

এই বিভাগের আরো খবর