মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৭

জামাল ভূঁইয়াদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে ১৭০ - এ থাকা নেপালকে ২ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।  জবাবে একটি গোলও শোধ করতে পারেনি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা।

পাঁচ বছর পর হিমালয় দুহিতাদের হারাল লাল-সবুজের বাংলাদেশ।

এই জয়ের পর পুরো দলের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাফুফে। 

জয়ের পর গতকাল ম্যাচ শেষে ভিভিআইপি বক্স থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ঘোষণা দেন, বাংলাদেশ জাতীয় দল বাফুফেকে জয় উপহার দিয়েছে।  জামাল ভূঁইয়াদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার বরাদ্দ করা হবে। 

কাজী সালাউদ্দিনের এই ঘোষণার সময় সহ-সভাপতি কাজী নাবিল আহমেদসহ বাফুফের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

বাফুফের মিডিয়া অফিসার জানিয়েছেন, পরের ম্যাচের আগেই ফুটবলারদের হাতে এই টাকা তুলে দেয়া হবে।  

মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৭ নভেম্বর।
 

এই বিভাগের আরো খবর