রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

চাঁদাবাজি ইস্যুতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিল ঢাবি ছাত্রদল

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

 

ঢাবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৫ জানুয়ারি) সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে দাবি করা হয়েছে, ক্যাম্পাসে চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের অভিযোগে জড়িত ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

 

ছাত্রদল জানিয়েছে, স্মারকলিপি প্রদান করা রাত ৮টার মধ্যে প্রশাসন স্পষ্ট ব্যাখ্যা না দিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে অভিযুক্তদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

 

স্মারকলিপিতে বলা হয়েছে, “সেপ্টেম্বরের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর কিছু ডাকসু প্রতিনিধি, প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের সিন্ডিকেট গঠন করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে সহিংসতা তৈরি করার চেষ্টা করছে।”

 

স্মারকলিপিতে দুই দফা দাবি উত্থাপিত হয়েছে:
১. প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাট পরিচালনার নিয়মনীতি স্পষ্টভাবে প্রচার করা।
২. চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও উচ্ছেদের সিন্ডিকেটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

 

এ সময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশে যে উৎসবমুখর পরিবেশ এবং বিএনপির পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিনের একটি ঘটনাকে সামনে এনে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীদের কাছে প্রকাশের দাবি জানিয়েছি।”

 

শিপন আরও বলেন, “যে কেউ এই ঘটনার সঙ্গে জড়িত, কোনো ছাত্র, প্রশাসনের কর্মকর্তা বা ডাকসু প্রতিনিধি—তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের নেতাকর্মীদের মধ্যে কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের আরো খবর