শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬৪

আইসিইউতে বরেণ্য অভিনেতা এস এম মহসীন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

করোনায় আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এস এম মহসীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি জানান, করোনা পজিটিভ হওয়ার পর তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে গতকাল তাকে ইমপালস হাসপাতালে নেওয়া হয়েছে।

এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। প্রায় চার দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করে যাচ্ছেন। অভিনয়ের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।

এই বিভাগের আরো খবর