শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৪৬

অভিমান - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

অভিমান

সাজেদা পারভিন সাজু

তুমি আমায় যতই ভাসাও
আমি ভাসবো ।
স্রোতে ভেসে যাব
নদী থেকে সাগরে ।
যদি উড়াও আকাশে
উড়তে উড়তে
চলে যাব দূর নীলিমায় ।
বল যদি পাখিদের
গানের সঙ্গী হতে
তবে শুনবো শুধুই ।
দাও যদি ইজারা
গোলাপ বাগানের
প্রজাপতি হয়ে
মেলবো পাখা ।
মনবনে যদি আঘাত করো 
কথা দিলাম
পাবে না কোনদিন প্রতিঘাত ।
মনকে বলবো
শুধুই ধারণ করতে ।
আর যদি পোড়াতে চাও
তবে পোড়াও ।
রাখবো শুধু অভিমান 
সে টুকু শুধুই
আমার সঞ্চয় !
 
( নিউইয়র্ক থেকে ২০১৯ইং) 

এই বিভাগের আরো খবর