মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩৭

৩০ বছর পর দেশের আকাশে দেখা মিলবে ‘নীল চাঁদ’

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

চাঁদের রঙ কি? জবাবে সবাই বলবে ‘সাদা’। তবে এবার নীল রঙের চাঁদের দেখা মিলবে দেশের আকাশে। শুধু বাংলাদেশই নয়, এমন বিরল ঘটনার সাক্ষী হতে চলছে পুরো বিশ্ব। এর নাম দেয়া হয়েছে ব্লু মুন বা নীল চাঁদ।

বিজ্ঞানের বিভিন্ন ওয়েবসাইটের তথ্যমতে, চলতি বছরের অক্টোবরে দুটি পূর্ণিমার দেখা মিলবে। এরমধ্যে ১ অক্টোবর পূর্ণিমা, আর ৩১ অক্টোবর আকাশে দেখা যাবে ‘ব্লু মুন’।

প্রতিবছরই ‘ব্লু মুন’ দেখতে পাওয়া যায়। তবে ৩০ বছরের মধ্যে এবারই সারা বিশ্বের মানুষ একসঙ্গে দেখতে পাবেন এ চাঁদ। পৃথিবীজুড়ে এই ঘটনা মানুষ একসঙ্গে দেখেছিলেন ১৯৪৪ সালে। এরপর আর একসাথে সারা পৃথিবীর মানুষ দেখতে পাননি।

আর এরপর এই বিরল ঘটনা দেখা যাবে ২০৩৯ সালে।

এই বিভাগের আরো খবর