মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৬

২২ টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ

মিলন হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এরজন্য যে সকল পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে ইচ্ছুকদের আগামী বুধবারের মধ্যে আবেদন করতে হবে।

(রোববার) দেশের ২২ টি সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহবায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার এই তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, আগামীকাল সোমবার থেকে আগামী বুধবার, মোট তিনদিন নির্দিষ্ট মেইল ঠিকানায় উত্তরপত্র দেখার জন্য আবেদন করা যাবে। ফিরতি ইমেইল এ উত্তরপত্র দেখানোর দিনক্ষন জানিয়ে দেয়া হবে।

উপাচার্য নাছিম আখতার বলেন, আবেদন সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহবায়ক বরাবর করতে হবে। আবেদন পাঠাতে হবে (uzzal@cse.jnu.ac.bd) এই ইমেইল ঠিকানায়।

উপাচার্য আরও বলেন, উত্তরপত্র দেখানো হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। উত্তরপত্র সরাসরি দেখতে কোন ফি দেওয়া লাগবে না।

এই বিভাগের আরো খবর