মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৪

টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০  

কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় টাইগারদের শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার প্রস্তাবিত অন্যান্য ইস্যুতে রাজি হলেও কোয়ারেন্টাইন ইস্যুতে ছাড় দিতে পারছে না বিসিবি। 

তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সফর আয়োজন হতে পারে বলে জানান বিসিবি বস পাপন।  

এদিকে, লঙ্কা সফর পিছিয়ে গেলেও ঘরোয়া লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন বোর্ড প্রধান। করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘরোয়া লিগ শুরু করা হবে বলে জানান তিনি। এ ব্যাপারে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস তার। 

এছাড়া লঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) খেলতে কোন ক্রিকেটারকে ছাড়পত্র দেয়া হবে না বলেও জানান বিসিবির এই শীর্ষ কর্তা।

এই বিভাগের আরো খবর