মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৬

হতাশায় মনোনয়ন প্রত্যাশীরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

বিএনপিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার আশায় শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন দলটির প্রায় সাড়ে চার হাজার নেতা। সে হিসেবে গড়ে প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১৫ জন। জানা কথা, প্রতি আসনে দলের মনোনয়ন পাবেন একজন, বাদ পড়বেন বাকিরা। বঞ্চিত হলে দলের সিদ্ধান্ত মেনে নিতে কতটুকু প্রস্তুত নেতারা? এ প্রশ্ন রাখা হয়েছিল প্রার্থী হতে ইচ্ছুক কয়েকজন নেতার কাছে। তারা বলেছেন, দল নিশ্চয়ই ত্যাগী ও রাজপথে সক্রিয় থাকা নেতাদের মনোনয়ন দেবে। তবে বিগত ১০ বছরে যারা তৃণমূল নেতাদের পাশে ছিলেন না, তাদের যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে কোন্দল দেখা দেবে।

বিএনপির নীতি নির্ধারকদেরকে তৃণমূলের কাছে জনপ্রিয় ও এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার আহ্বান জানান মনোনয়ন ফরম নিতে আসা বেশ কয়েকজন নেতা। যোগ্য ব্যক্তিকে মনোনীত করলে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের জন্য কাজ করবেন বলেও জানান তারা।

এর আগে গত ১২ নভেম্বর থেকে একাদশ জাতীয় সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি, শুক্রবার (১৬ নভেম্বর) ছিল শেষদিন। প্রথম দিন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সিনিয়র প্রায় সব নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপির মনোনয়ন ফরমের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। তবে জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রত্যেককে আরও  ২৫ হাজার দিতে হচ্ছে।  

এই বিভাগের আরো খবর