শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭২

যুবলীগ চেয়ারম্যানের গণভবনে যাওয়া নিয়ে যা বললেন কাদের

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কাউন্সিলের আগেই সংগঠনের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর নির্দেশনা আনতে গণভবনে যাবেন রোববার। তবে দলীয় সভাপতির সঙ্গে ওই বৈঠকে থাকছেন না যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ নিয়ে গত দুদিন ধরে বেশ গুঞ্জন চললেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুখ খুলেছেন।

শুক্রবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি জানান, যুবলীগ নিয়ে গণভবনে বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যানকে কেন ডাকা হয়নি, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে, সেসব আলোচনা রোববারই করা হবে।

যুবলীগ চেয়ারম্যানের গণভবনে যাওয়া নিষেধ, তাহলে কি কার্যত তিনি অপসারিত হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণভবনে এই মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। আওয়ামী লীগ সভাপতি যুবলীগকে গণভবনে ডেকেছেন।

এই বিভাগের আরো খবর