রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজনে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিক অপু উকিল।

এর আগে সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে যুব মহিলা লীগ।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে অধ্যাপিক অপু উকিল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে।

এছাড়া চীন সফর শেষে দেশে ফেরার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর কন্যাও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগের নেতাকর্মীদের শুভেচ্ছো জানিয়েছেন।

২০০২ সালের ৬ জুলাই তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

এই বিভাগের আরো খবর