মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৫

মাশরাফির আগমনে ধানমন্ডি কার্যালয়ে উচ্ছ্বাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডি কার্যালয়ে গেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার দুপুরে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম কিনতে যান তিনি। তার আগমনে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

প্রসঙ্গত, নড়াইল-২ আসন থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে।

হাজার হাজার মানুষ তার প্রতীক্ষায় রয়েছেন অনেক আগে থেকেই। কার্যালয়ের বাইরে ও ভেতরে তিল ধারণের ঠাঁই নেই।

ধানমন্ডি ৩/এ, ও এর সংযোগ সড়কগুলোতে মানুষের জন্য পা ফেলার যায়গা নেই।

এর মধ্যে নড়াইলের তরুণী স্নিগ্ধা পারভীন মাশরাফিকে বরণ করতে আগে থেকেই অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, একই দিন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এই বিভাগের আরো খবর