শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৫

মন্ত্রীদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে: মওদুদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের মন্ত্রিসভার সব সদস্যসহ সকল এমপির সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, এই হিসাবটা জনসমক্ষে দিতে হবে। এমপি, মন্ত্রী হওয়ার আগে তাদের সম্পত্তি কত ছিল এবং এখন তাদের সম্পদ কত বেড়েছে? এটা এখন পুরো জাতির দেখা প্রয়োজন।

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা প্ল্যাকার্ড নিয়ে বৃষ্টিতে ভিজে কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন।

কোন সম্পদের হিসাব চাওয়া হচ্ছে তা ব্যাখ্যা করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর এক নম্বর দেশ- যেই দেশে খুব দ্রুত ধনী হওয়া যায়। এই জুয়াড়ি, ক্যাসিনো এবং যারা চোরাকারবারি করে, সরকারের বড় বড় প্রোজেক্টের নামে লুটপাট করে, ব্যাঙ্ক লুটপাট করে এ অবস্থার তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজকে সম্পদের হিসাব দেওয়ার দাবি উত্থাপন করতে হচ্ছে। যদি সরকার এ দাবি মেনে না নেয়, তাহলে ধরে নেবো এই সংসদের প্রত্যেক মন্ত্রী, এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা যায়। সেটাই ধরে নেবো।

মওদুদ আহমদ বলেন, দেশের মানুষ এখন সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। সরকারের রন্ধ্রে, রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। তারা দুর্নীতিতে ডুবে গেছে। সরকারের উচিত হবে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।

তিনি বলেন, দেশের জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠন করার সুযোগ সৃষ্টি করতে হবে। যদি তারা সেটা না করেন তাহলে এই দুর্নীতির জন্যই এ সরকারের পতন ঘটতে বাধ্য।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সবাইকে আন্দোলনের জন্য প্রস্ততি নেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়া এক বছর সাত মাস জেলখানায় আছেন। ২ কোটি টাকার আত্মসাতের অভিযোগে একটি বানোয়াট-মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করে রাখা হয়েছে। তার জামিন হওয়ার কথা ছিল ৭ দিনের মধ্যে। কিন্তু জামিন হয়নাই এবং হচ্ছে না। কারণ সরকারের প্রভাবের কারণে আদালতে বিচারকদের এখন আর কোনও স্বাধীনতা নাই।

সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর