মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৯

বৈঠকে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব উপস্থিত রয়েছেন।

ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় তার পরিবর্তে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান যোগ দিয়েছেন।

বৈঠকের আগে সুব্রত চৌধুরী তরুণ কন্ঠকে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা, গণশুনানি কর্মসূচিসহ সমসাময়িক বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

এই বিভাগের আরো খবর