বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৩

বিএনপির আজকের সমাবেশ স্থগিত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

 

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করার কথা ছিল দলটির। এমন আয়োজন থাকলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি দলটি। 

এতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবারের সমাবেশ হচ্ছে না। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তবে আগামীকাল রোববার একই স্থানে সমাবেশ করার চেষ্টা করবে বিএনপি বলে দলীয় সূত্রে জানা যায়। 

এ জন্য শনিবার দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপিতে অনুমতির জন্য যাবেন। 

রিজভী বলেন, শনিবার সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু, পুলিশ অনুমতি না দেওয়ায় সমাবেশ হচ্ছে না। তবে, রোববার সমাবেশ করার অনুমতির জন্য আমরা চেষ্টা করছি। অনুমতি মিললে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ না হলেও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। 

এই বিভাগের আরো খবর