সোমবার   ১৯ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৬

বাজেটে জনকল্যাণমূলক কিছু দেখছি না: মান্না

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ২০১৯-২০ বাজেটে জনকল্যাণমূলক কোনো কিছু দেখছি না। এই বাজেট যারা ভালো করে দেখতে পারবেন তারা দেখবেন, আমাদের অর্থনীতির মধ্যে যে ফাটল সে ফাটলটি আরো বড় হবে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত বাজেট বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এ বাজেট গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়ে বড়লোকদের দেবে, দুর্বৃত্তদের প্রশ্রয় দেবে। এই দুর্বৃত্তদের আরো বেশি করে সুযোগ সুবিধা দেবে কালো টাকা জায়েজ করার মধ্য দিয়ে।

মান্না বলেন, ভ্যাটের ঋণ বাড়িয়ে শেষ পর্যন্ত মধ্যবিত্ত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হবে এবং বড় লোকদের কাছে দেওয়া হবে। এই উন্নয়ন কোনো উন্নয়ন নয়।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জাহিদ, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরো খবর