বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪১

পবিত্র মাহে রমজান শুরু

প্রকাশিত: ৭ মে ২০১৯  

এসে গেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত রোজা পালন। সোমবার (৬ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা জানান। রাতে প্রথম তারাবির নামাজ আদায়ে মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।

 সোমবার মাগরিবের নামাজের পর চট্টগ্রামের আকাশে ভেসে ওঠে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ। প্রায় একই সময় রাজধানী ও ফেনীসহ দেশের অন্যান্য জেলা থেকেও রমজানের চাঁদ দেখার খবর পাওয়া যায়। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী চাঁদ দেখা যাওয়ায় পরের দিন থেকেই শুরু হবে রোজা পালন।

পরে সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামি ফাউন্ডেশন আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন থেকে দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া আগামী ১ জুন দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে কদর পালনের ঘোষণাও দেন তিনি।

রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণার মধ্য দিয়ে রাতেই এশার নামাজের সঙ্গে মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবির নামাজ আদায়। সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী সব মসজিদে একই নিয়মে তারাবির নামাজ আদায় করার আহবান জানান।

শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘খতম তারাবির পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য আহবান জানানো হয়েছে।’

প্রথম দিনের তারাবির নামাজ হওয়ায় রাজধানীসহ সব মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।