মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৭

নির্বাচন বানচাল করতে বিএনপি’র জ্বালাও পোড়াও শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

নির্বাচন বানচাল করতে বিএনপি জ্বালাও পোড়াও শুরু করেছে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

 

বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বড় শোডাউন নিয়ে মনোনয়ন ফরম নিতে আসেন ঢাকা-৮ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মির্জা আব্বাস। ওই শোডাউনে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

 

নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ককটেল বিস্ফোরন ঘটানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে। নেতাকর্মীদের  জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে।

এই বিভাগের আরো খবর