সোমবার   ১৯ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৭

নতুন নামেও রাজনীতির অধিকার নেই জামায়াতের: হানিফ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯  

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জামায়াতে ইসলামী খোলস পাল্টে নতুন নামে এলেও তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর-সংলগ্ন তিন নেতার মাজারে জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা তার সঙ্গে ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ আরও বলেন, জামায়াতের সংস্কারপন্থিদের উদ্দেশ্য কী? তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে কি-না, সেসব বিষয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে।

একাদশ জাতীয় সংসদে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার বিষয়ে সরকারের চাপ রয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ নাকচ করেন হানিফ। তিনি বলেন, তারা নৈতিক দায়িত্ব থেকেই শপথ নিয়েছেন।

এই বিভাগের আরো খবর