শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬২

দুর্নীতির ভারেই এ সরকারের পতন হবে : ব্যারিস্টার মওদুদ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর ২০১৯  

দুর্নীতির ভারেই এ সরকারের পতন হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান শুধু আইওয়াশ।

আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী নবীন দল ওই সভার আয়োজন করে।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘সরকারের উপর থেকে নিচ পর্যন্ত সব পর্যায়ে এখন দুর্নীতিতে ডুবে রয়েছে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এ দুর্নীতি দূর করুন। এ দুর্নীতি আপনাদের দুর্নীতি। আপনাদের দলের ভেতরের দুর্নীতি। সরকারের ভেতরের দুর্নীতি। এই দুর্নীতিপরায়ণ সরকারের পতন হতে পারত এবং হবে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার। তাদের নিজেদের দুর্নীতির ভারে তাদের নিজেদের পতন হবে।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা থেকে নিশ্চিহ্ন হওয়ার ভয়ে খালেদা জিয়াকে আটকে রেখেছে।’ তিনি বলেন, ‘সরকারের দুর্নীতিই তাদের জন্য অভিশাপ হয়ে উঠবে।

এই বিভাগের আরো খবর