মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

চিরিরবন্দরে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন গতকাল সোমবার জাকজমকভপূর্ণভাবে এবং বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা রিটানিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, কেন্দ্রিয় ও রংপুর বিভাগীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ আহসানুর হক মুকুল এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং জেলা পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. আজিমদ্দিন সরকার গোলাপ, উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস, মো. শহিদুল ইসলাম, যুবলীগের সদস্য মো. ওমর ফারুক, মো. আব্দুল­াহ আল মামুন, মো. আবু সাঈদ কাজী, জ্যোতিষ চন্দ্র রায়, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা তাঁতলীগের সহ-সভাপতি মোছা. ঔায়লা বানু, আওয়ামী লাগের বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, সিদ্দিকা জামান ও বেলীয়ারা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে তারিকুল ইসলাম তারিক দিনাজপুর জেলা প্রশাসক অফিসে জমা দিয়েছেন। বিষয়টি চিরিরবন্দর সহকারী রিটানিং ও কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী নিশ্চিত করেছেন। ছবি আছে।

 

এই বিভাগের আরো খবর