বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৭

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার দুপুর ২টার পর সমাবেশ শুরু হয়।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণা আর স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে। হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলে দলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

দুপুর ১২টার পর থেকেই কাকরাইল, ফকিরাপুলসহ আশপাশের এলাকাগুলোতে নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের মুখে স্লোগান ছিল ‘দেশনেত্রীর মুক্তি চাই, দিতে হবে’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘শেখ হাসিনা গদি ছাড়ো, ছাড়তে হবে’ ইত্যাদি। 

সমাবেশেকে কেন্দ্র করে নাইটিংগেল, ফকিরাপুল ও নয়াপল্টন এলাকায় রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে। তবে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় প্রথমদিকে একটি লেন যান চলাচলের উন্মুক্ত রাখা হয়। পরে অবশ্য সেটি বন্ধ হয়ে যায়। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এই বিভাগের আরো খবর