সোমবার   ১৯ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০১৯  

 

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দুপুর পৌনে ২টায় শুরু হওয়া মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে কাকরাইল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় রিজভী বলেন, সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রেখেছে। সরকারের ইশারায় তার জামিন হচ্ছে না। আমরা অনতিবিলম্বে দেশনেত্রীর মুক্তি দাবি করছি।

মিছিলে অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইঁয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর