শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২১ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮০

এইচপিতে নিয়োগ দেওয়া হলো মনোবিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে গড়াবে ইমার্জিং এশিয়া কাপ। আর সেই টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি চলছে বাংলাদেশ ক্রিকেটে। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম। মিরপুর ছাড়াও বগুড়া এবং রাজশাহীতে সব মিলিয়ে মাসখানেক ধরে তিন ধাপে চলবে এই প্রোগ্রাম। ক্যাম্প শুরুর প্রথম দিনেই আজ বুধবার গণমাধ্যমে কথা বলেছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। 

তিনি নিশ্চিত করেছেন এই দলে মনোবিদ ডেভিড স্কটের নিয়োগের কথাও। এবারই প্রথম এইচপিতে মনোবিদ যুক্ত করা হয়েছে। দলের ক্রিকেটারদের মানসিক দিকগুলো যেন ঠিকঠাক থাকে সে জন্যই এমন উদ্যোগ নিয়েছে বোর্ড।

মনোবিদ নিয়োগ নিয়ে দুর্জয় বলেন, ‘আমরা সবাই জানি এইচপি টিমটা জাতীয় দলের জন্য প্রস্তুত করার জায়গা। জাতীয় দলে গিয়ে আমরা যে সমস্যাগুলো মোকাবিলা করি, সেটা প্লেয়ারদের মানসিক হতে পারে, টেকনিক্যালও হতে পারে। সেই জিনিসগুলো যেন জাতীয় দলে গিয়ে আমাদের মোকাবিলা করতে না হয়। খেলোয়াড়দের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত, সেগুলো দেওয়ার জন্যই এসবের সঙ্গে পরিচিত করা হয়েছে।’

এদিকে দুই বছরের চুক্তিতে আজ থেকে কাজ শুরু করেছেন কোচ ডেভিড হেম্প। নতুন এই কোচকে নিয়ে দুর্জয় বলেন, 'অবশ্যই দীর্ঘ মেয়াদী চিন্তা থেকে তাকে আনা হয়েছে। একজন কোচের অধীনে যত বেশিদিন থাকবে ওদের (ক্রিকেটারদের) বোঝাপড়াটা তত ভালো হবে। খেলোয়াড় সম্পর্কে কোচের ধারণাটাও ভালো হয়। কোচের সঙ্গে বোঝাপড়াটা ভালো হয়। যে কারণে দুই বছরের জন্য ডেভিড হেম্পের সঙ্গে চুক্তি করেছি।'

এই বিভাগের আরো খবর