মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

২৬ নভেম্বর পর্যন্ত প্রতীক বরাদ্দের সময় চান বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬ নভেম্বর করার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি সময় চেয়ে এ চিঠি পাঠিয়েছেন।

সকাল ১০টায় সিইসির কাছে বদরুদ্দোজা চৌধুরীর চিঠি নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

চিঠিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পুনঃ তফসিলের পর জোটের প্রতীক বরাদ্দের জন্য সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যুক্তফ্রন্ট এখনো জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। তাই নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ও প্রয়োজন।

বদরুদ্দোজা চৌধুরী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং জোটভুক্ত দলগুলোর সম্প্রসারণের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করে ২৬ নভেম্বর পুনর্নির্ধারণের জন্য সিইসিকে অনুরোধ জানান।

এই বিভাগের আরো খবর