সোমবার   ১৯ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৬

১৩ মে দেশে ফিরবেন ওবায়দুল কাদের!

প্রকাশিত: ১১ মে ২০১৯  

আগামী ১৩ মে দেশে ফিরতে পারেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবকিছু ঠিকঠাক থাকলে এদিন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। শরীরকে ঠিক রাখতে ডাক্তারের পরামর্শে নিয়মিত করে ব্যায়াম করছেন তিনি।

ওবায়দুল কাদের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আগেরকার মতো ঈদকে সামনে রেখে রাজধানীর বাসটার্মিনালগুলো পরিদর্শন করতে পারেন, ঘরমুখো যাত্রীদের খোঁজখবর নিতে পারেন।

এর আগে গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

এই বিভাগের আরো খবর