রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৯

সারাবিশ্বেই সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই: জলিল

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২  


মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

স্থানীয় সময় বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুয়ালালামপুর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ‘দিন দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

jagonews24

সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাইবোন আছেন, সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই।

১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির প্রচারে এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন অনন্ত-বর্ষা। মঙ্গলবার মালয়েশিয়ায় পৌঁছান তারা।

jagonews24

এই তারকা দম্পতি ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখবেন। ১৮ সেপ্টেম্বর জোহর বারুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন তারা।

প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা আছে। বাংলাদেশিদের আগ্রহে আরও চার সিনেমা হল বাড়িয়ে ১৫ হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

এই বিভাগের আরো খবর