মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৩

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯  

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রাজশাহীতে বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মাহফিলটিতে সভাপতিত্ব করেন,  বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জনাব  মিজানুর রহমান মিনু। 
বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাসিক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিনু বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়াকে রাজনৈতিকভাবে দীর্ঘ ১ বছরের বেশী সময় ধরে এই সরকার অবৈধভাবে জেলে আটকে রেখেছে। তিনি এখন গুরতর অসুস্থ। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হাটতে পারছেন না। কিন্তু এই সরকার বেগম জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসা করছেন না।

বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্যই বতর্মান সরকার এমন  আচরণ করছে। 
তিনি বলেন, রাজশাহীর বিএনপি এখনো সুসংগঠিত অবস্থায় রয়েছে। সকল নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দ্রুত বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
সেইসাথে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও সুস্থতা কামনা করেন তিনি। সবশেষে বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

মাহফিলে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ্ মখ্দুম থানা সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মহানগর যুবদলের সভাপতি সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, অধ্যাপিকা সখিনা খাতুন, মুসলেমা বেলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন ইশা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও নাহিন আহম্মেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর