মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৭

মাশরাফির জন্য স্বেচ্ছাসেবক লীগের মিষ্টি বিতরণ

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা নৌকার মাঝি হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এক মণ মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করা হয়।

এসময় নড়াইল এক্সপ্রেসের পক্ষে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে আরও ‍উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজ মাহমুদ মিশাম, সদস্য সচিব নুরুজ্জামান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই ম্যাশের পক্ষে নড়াইলে নির্বাচনী কাজ শুরু করেছেন ম্যাশের ভক্ত ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরো খবর