মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬

বুধবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন শেখ হাসিনা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বুধবার (১৪ অক্টোবর) সাক্ষাৎকার নেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সাক্ষাৎকার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে বুধবার(১৪ নভেম্বর) সকাল ১১ টা থেকে।

সাক্ষাৎকার পর্বে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এ বিষয়ে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আজকে (সোমবার) মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়ার শেষ দিন।

‘আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। নির্বাচন কমিশন সময় বাড়ালেও আমাদের সময় আর বাড়বে না।’

‘বুধবার থেকে মনোনয়নপত্র প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার অনুষ্ঠানে সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তিনি মনোনয়ন প্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ করবেন।’

এই বিভাগের আরো খবর