সোমবার   ১৯ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৪

দেশে দারিদ্র্যের হার কমেছে : তোফায়েল

 অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন ২০১৯  

আগে দারিদ্র্যের সংখ্য ছিল শতকরা ৪৪ জন, বর্তমান সরকারের সময়ে সেটা ২০-২১ জনে নেমে এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ। শনিবার বরিশালের ভোলা শহরের ওবায়দুল হক মহা বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে যাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণের সময় তিনি এ কথা বলেন।

দেশের সর্বস্তরের মানুষের অবস্থা এখন অনেক ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ' বর্তমান সরকারের সময়ে হতদরিদ্রের সংখ্যা ১০০ জনের মধ্যে ১১ জনেরও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশালী করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জাতির পিতার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করবো।'

এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

এই বিভাগের আরো খবর