সোমবার   ১৯ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৬

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫ জুন ২০১৯  

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।


 বুধবার (৫ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সকাল সাড়ে আটটায় দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঈদ জামাতে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতাসহ ওই এলাকায় বসবাসকারীরা অংশ নেন। এ সময় ঝড় বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয় মুসল্লিদের। নামাজ শেষে পরস্পর ঈদ শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন তারা। 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় ওবায়দুল কাদের বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের বাইরে আছেন। উনার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের শপথ নিতে হবে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দল মত নির্বিশেষে এক হয়ে কাজ করবো।

এই বিভাগের আরো খবর