শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৪

তুচ্ছ ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না: কাদের

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওয়াবদুল কাদের বলেছেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিরোধী দল বিএনপি বসে নেই। তারা ষড়যন্ত্রমূলক পথে এগিয়ে যাচ্ছে। তারা একেকটি ইস্যু খুঁজছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, তুচ্ছ ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পাঁচ জেলার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরীর পাঁচলাইশ থানাধীন কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডের বিচারের মতো এত দ্রুতগতিতে কোনও মামলার বিচার এদেশে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দিক-নির্দেশনায় দ্রুত সময়ে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে। যারা অন্যায় করে, তাদের আমরা ছাড় দেই না। এখানে সোনাগাজীর ভারপ্রাপ্ত সভাপতিরও ফাঁসির আদেশ হয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কয়েকজন এমপির বিরুদ্ধে দুদকের নোটিশ রয়েছে। কয়েকজন এমপি এরইমধ্যে কারাগারে গেছে। দুদকের মামলায় আমাদের এমপি কনভিকটেড হয়েছে। কোনও কোনও সাবেক মন্ত্রীকেও আদালতে হাজিরা দিতে হয় দুর্নীতির মামলায়। তাদের আদালতে গিয়ে প্রমাণ করতে হবে তারা নির্দোষ। দল কাউকে ছাড় দেবে না। দুদককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর