বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৩৫

ডেমরা থানা ছাত্রলীগে মাদক ব্যবসায়ী ও অনুপ্রবেশকারীর সন্ধান

আশরাফুল আলমঃ বিশেষ প্রতিনিধি,

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

 

১১ই নভেম্বর২০১৯ (সোমবার) ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ডেমরা থানা ছাত্রলীগকে সুসংগঠিত ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য আগামী এক বছরের জন্য জয়নাল আবেদিন সৌরভকে সভাপতি এবং আসিফ খানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর দক্ষিনের এর সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের স্বাক্ষরিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, মোঃ মাসুম হাসান রনি, আজিম পারভেজ হিমেল, আসিফ বিন হোসাইন, রনি ভূইয়া। 

তবে অভিযোগ উঠেছে রনি ভুইয়া ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় চালাচ্ছে মাদক ব্যবসা। এলাকাবাসীর তথ্যমতে জানাযায় সে এলাকায় বহুদিন যাবত ইয়াবাসহ নানা ধরনের মাদকের ব্যাবসা করে আসছে। 

অনুসন্ধানে জানাযায় ২০১৬ সালে  ১৬ ই জুলাই যাত্রাবাড়ী থানাধীন বেগম রোকেয়া আহ্সান কলেজ গেইটের সামনে ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ যাত্রাবাড়ী পুলিশ ফাড়ী অধিন, বিট নং-২ এর হাতে আটক হয় রনি ভুইয়া।  বেশকিছু জেলখাটার পর বর্তমানে জামিনে আছেন। এদিকে এলাকায় ঘুরে দেখাযায় রনিকে বাবারনি  নামে পরিচিত। এলাকাবাশী তার বিরুদ্ধে  কথাবলারও সাহস পায় না। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রলীগ নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্বী অভিযান চলছে। আর এইসময়  রনি ভুইয়ার মতো  একজন মাদক ব্যবসায়ীর ডেমরা থানা  ছাত্রলীগের এমন একটি গুরুত্তপূর্ণ  দায়িত্ব  পেয়েছেন। কিন্তু  কিভাবে পেয়েছেন তাও আমার মাথায় আসেছেনা। রনির মতো একজন মাদক ব্যবসায়ী ও অনিয়মিত ছাত্র যদি ডেমরা থানা ছাত্রলীগের এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে তাহলে নিয়মিত ছাত্ররা রাজনীতি থাকে সরে দাঁড়াবে।

এই বিভাগের আরো খবর