মঙ্গলবার   ২০ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২   ২২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৭

জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি: মাহবুব আলী

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯  

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন,তিনি জীবিত থাকা অবস্থায় নিজেকে কখনও স্বাধীনতার ঘোষক দাবি করেননি। অথচ তার দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করে । যার মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে  বিতর্কিত করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের তেলিয়াপাড়ায়  মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে কথাগুলো বলেন।  ১৯৭১সালের আজকের দিনে তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর স্থাপন করা হয়েছিল। এ উপলক্ষে অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্যদেন হবিগঞ্জর অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াাজ মিলাদ,সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহ, কেন্দ্রীয় মুক্তিযাদ্ধা সংসদের  চেয়ারম্যান হেলাল মুর্শেদ, হবিগঞ্জর পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ,জেলা মুক্তিযাদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর