বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৩

চোখে সুরমা থেকে গেলে কি অজু হবে?

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

প্রশ্ন : আমার প্রশ্ন হলো সুরমার ব্যবহার নিয়ে। চোখে সুরমা লাগানোর পর আমরা যদি অজু করি, তারপরও কিছু অংশ চোখে বিদ্যমান থাকে। এতে কি আমার অজু হবে?

উত্তর : এতে অজু হয়ে যাবে। কারণ আপনার মুখমণ্ডল ধৌত করাই যথেষ্ট। সুরমার সব অংশ ধৌত করে একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, সব চিহ্ন মুছে দিতে হবে, এটা সত্য নয় বরং পুরো মুখমণ্ডলে পানি পৌঁছালেই যথেষ্ট হবে। আপনি মুখমণ্ডলের সব জায়গায় পানি দিয়েছেন, এতে আপনার অজু হয়ে গেছে। সুতরাং সুরমার কিছু অংশ যদি চোখে থেকে যায়, এতে কোনো সমস্যা হবে না, অজু হয়ে যাবে।