রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৭

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে অশুভ শক্তি মাঠে: নাসিম

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

 

গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, জনবান্ধব সরকার। তাই গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার- সেটাই তদের প্রত্যাশা।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম একথা বলেন। তিনি আরও বলেন, গ্যাসের দাম বাড়ানোর বিষয় নিয়ে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অথচ বিএনপি-জামায়াত আমলে তারা দেশ-বিদেশে গ্যাস বিক্রি করতে চেয়েছিল। তাদের মুখে গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কথা মানায় না।

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গ্যাসের সংকট মানে জনগণের সংকট। রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বাড়িযে আইনের বরখেলাপ করেছে। ১৪ দল মনে করে, গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়। গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়টি প্রত্যাহার করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়া সংক্রান্ত মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট কংগ্রেসম্যানের প্রস্তাবের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, এ ধরনের চক্রান্ত তারা অনেক আগে থেকেই করে আসছেন। যাতে বাংলাদেশের অভ্যন্তরে তারা নাক গলাতে পারেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের ওপর বাড়তি চাপ। এই বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। সামাজিক অস্থিরতা থেকে দেশকে রক্ষা করতে হলে দুর্নীতিমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যা-খুনের বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিচারের দীর্ঘসূত্রতায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে ১৪ দল নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. ওয়াজেদুল ইসলাম খান, রেজাউর রশিদ খান, এস কে সিকদার, ডা. শাহাদাৎ হোসেন, ডা. অসীত বরণ রায়, মাহমুদুর রহমান বাবু, এজাজ আহমেদ মুক্তা, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এই বিভাগের আরো খবর