বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮

কর্মী অনুসন্ধানের নতুন প্ল্যাটফর্ম সিভিলিংকড

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

প্রতিষ্ঠানের জন্য সিভিলিংকড (cvlinked.com) নামে কর্মী খোঁজার নতুন এক প্রযুক্তি নিয়ে এসেছে। ইতিমধ্যে ভিন্ন ধারার এই অনলাইন সেবাটি বিভিন্ন প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স বিভাগের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান কাওসার আহমেদ বলেন, আমরা অনেক চাকরি প্রার্থীর জন্য ইন্টারভিউয়ের সুযোগ তৈরি করেছি এবং তাদের মধ্যে থেকে বেশ কিছু যোগ্য ব্যক্তি নিয়োগও পেয়েছেন। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পরীক্ষামূলকভাবে শুধু অল্পকিছু প্রতিষ্ঠানকে আমাদের ক্লায়েন্ট হিসেবে নিবন্ধিত করেছি।

কাওসার আহমেদ আরও বলেন, সিভি ব্যাংকে প্রায় ১ লাখের বেশি ভেরিফায়েড সিভি রেজিস্ট্রেশন করা হয়েছে, কিন্তু আমরা চাই আরও বেশি গ্র্যাজুয়েট আমাদের এই সিভি ব্যাংকে সাইন-আপ করুক। আমরা ২০১৮ এর বাকি দুই মাস সিভি সংগ্রহতেই গুরুত্ব দেব এবং ২০১৯-এর প্রথম প্রান্তিক থেকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের সেবা উন্মুক্ত করে দেব।

এই বিভাগের আরো খবর